বিকাশ থেকে কার্ডে টাকা পাঠানোর নিয়ম জেনে নিন বিস্তারিত | BKash to Card Money Transfer

বিকাশ থেকে কার্ডে টাকা পাঠানোর নিয়ম– আসসালামু আলাইকুম প্রিয় পাঠক বৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আপনি কি বিকাশ থেকে কার্ডে টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আজকের পোস্টটি আপনার জন্য। আজকে আমি শেয়ার করব বিকাশ থেকে কার্ডে টাকা পাঠানোর নিয়ম।

বিকাশ থেকে কার্ডে টাকা পাঠানোর নিয়ম তেমন কঠিন কোনো বিষয় নয়। ঘরে বসেই আপনি আপনার স্মার্টফোন দিয়ে খুব সহজেই বিকাশ অ্যাপ ব্যবহার করে কার্ডে টাকা ট্রান্সফার করতে পারবেন।  

বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম চালু থাকলেও এখন কার্ড থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম চালু করেছে বিকাশ। তবে এক্ষেত্রে আপনার চার্জ প্রযোজ্য হবে। তাহলে চলুন বিকাশ থেকে কার্ডে টাকা পাঠানোর নিয়ম জেনে নেওয়া যাক। আশা করি সবাই মনোযোগ সহকারে পোস্টটি পড়বেন। 

বিকাশ থেকে কার্ডে টাকা পাঠানোর নিয়ম

বিকাশ থেকে কার্ডে টাকা পাঠাতে হলে আপনাকে স্মার্টফোন ব্যবহারকারী হতে হবে এবং বিকাশ অ্যাপ থাকতে হবে। বিকাশ থেকে ব্যাংক কার্ডে টাকা ট্রান্সফার করতে হলে আপনাকে বিকাশ অ্যাপ থেকে    BKash to Bank এ গিয়ে কার্ড সিলেক্ট করতে হবে। 

তারপর ভিসা ডেভিট কার্ড নাম্বার দিয়ে Agree করে আপনি যত টাকা ট্রান্সফার করতে চান সেই এমাউন্ট লিখতে হবে। এরপর আপনার বিকাশ পিন দিয়ে ট্যাপ করে ধরে রাখুন এই খানে চাপ দিতে হবে। তাহলেই আপনার কার্ডে টাকা ট্রান্সফার হয়ে যাবে। এখন কার্ডে চেক করলেই দেখবেন টাকা বিকাশ থেকে কার্ডে চলে গেছে।

বিকাশ থেকে কার্ডে টাকা পাঠানোর নিয়ম বিস্তারিত

বিকাশ অ্যাপ থেকে ব্যাংকের কার্ডে টাকা পাঠাতে যেসব ধাপ অনুসরণ করতে হবে তা নিচে তুলা ধরা হলো।

১. প্রথমে আপনাকে বিকাশ অ্যাপে পিন নাম্বার দিয়ে বিকাশ অ্যাপে লগিন করতে হবে। 

২. বিকাশের হোম পেজ থেকে Bkash to Bank (বিকাশ টু ব্যাংক) অপশনে ক্লিক করুন।

বিকাশ থেকে কার্ডে টাকা পাঠানোর নিয়ম

৩. ট্রান্সফার মানি অপশনে আসার পর Card এ ক্লিক করুন।

বিকাশ থেকে কার্ডে টাকা পাঠানোর নিয়ম

৪. এরপর পরবর্তী অপশনে ভিসা ডেভিট কার্ড সিলেক্ট করুন।

৫. ভিসা ডেভিট কার্ড সিলেক্ট করার পর সেই কার্ডের ১৬ ডিজিটের নাম্বারটি দিন।

বিকাশ থেকে কার্ডে টাকা পাঠানোর নিয়ম

৬. এরপর Terms & Condition এর সাথে সম্মত হতে Agree তে ট্যাপ করে এগিয়ে যান।

৭. এই ধাপে আপনাকে টাকার এমাউন্ট লিখতে হবে। আপনি কত টাকা বিকাশ থেকে কার্ডে ট্রান্সফার করতে চান তা লিখুন। 

৮. এখন আপনার বিকাশ পিন নাম্বার দিন।

৯. সর্বশেষ বিকাশের উপর ট্যাপ করে ধরে রাখুন। তাহলেই আপনার টাকা কার্ডে ট্রান্সফার হয়ে যাবে। 

বিকাশ থেকে ব্যাংক কার্ডে টাকা পাঠানোর চার্জসমূহ

বিকাশ থেকে আপনার কার্ডে টাকা ট্রান্সফার করতে হলে আপনাকে প্রতি হাজারে একটি নির্দিষ্ট এমাউন্ট চার্জ বিকাশ কে দিতে হবে।

২৫,০০০ টাকা পর্যন্ত১.২৫%
২৫,০০০ টাকার বেশি১.৪৯%

অর্থাৎ ২৫,০০০ টাকা পর্যন্ত প্রতি হাজারে ১২.৫০ টাকা এবং ২৫,০০০ টাকার বেশি হলে প্রতি হাজারে ১.৪৯% করে বিকাশ কতৃক চার্জ কাটা হবে।

শেষ কথা 

আজকের পোস্টে বিকাশ থেকে কার্ডে টাকা পাঠানোর নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। টাকা ট্রান্সফার করার ধাপ গুলো তুলে ধরা হয়েছে। আপনারা যারা টাকা ট্রান্সফার করতে চান তাহলে উপরের দেওয়া ধাপ গুলো অনুসরণ করে বিকাশ থেকে কার্ডে টাকা ট্রান্সফার করুন। 

আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। পোস্টটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। 

Visited 12 times, 1 visit(s) today