ট্রাস্ট ব্যাংক মোবাইল ব্যাংকিং। Trust Bank mobile banking

বাংলাদেশের বেসরকারি ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংক। সম্প্রীতি ট্রাস্ট ব্যাংক চালু করেছে তাদের নিজস্ব সার্ভিস ট্রাস্ট ব্যাংক মোবাইল ব্যাংকিং। ট্রাস্ট ব্যাংক মোবাইল ব্যাংকিং সার্ভিসটি ব্যবহার করে গ্রাহক নানাভাবে সুবিধা উপভোগ করবে। ট্রাস্ট ব্যাংক মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে আপনি কি কি সুবিধা পাবেন সে সকল বিষয়ে আলোচনা করা হবে আজকের পোস্ট টিতে।

ট্রাস্ট ব্যাংক মোবাইল ব্যাংকিং (Trust Money)

বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগে মোবাইল ফিন্যান্সিয়াল বা মোবাইল ব্যাংকিং অত্যাধুনিক প্রযুক্তি। তাই ট্রাস্ট ব্যাংক মোবাইল ব্যাংকিং সেবাটি চালু করেছে। ট্রাস্ট ব্যাংকের এই সার্ভিসটি ব্যবহারে ট্রাস্ট ব্যাংকের সকল গ্রাহক পাবেন ঘরে বসে ব্যাংকিং সুবিধা। এছাড়াও অন্যান্য মোবাইল ব্যাংকিং সার্ভিস এর মত ট্রাস্ট মানি ফ্রিতে একাউন্ট খোলার সুবিধা রয়েছে।

ট্রাস্ট ব্যাংক মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলার নিয়ম

ট্রাস্ট ব্যাংক মোবাইল ব্যাংকিং একাউন্ট ঘরে বসে খুলতে চাইলে গুগল প্লে স্টোর থেকে তাদের নিজস্ব অ্যাপ Trust money ইনস্টল করুন।

  • অ্যাপস টি ওপেন করুন এবং রেজিস্টার বাটনে ক্লিক করুন।
  • তারপর আপনার স্ক্রিনে একটি ফরম শো করবে।
  • ফরমটি আপনার মোবাইল নাম্বার ইমেইল এড্রেস এবং অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সাবমিট করে দিবেন।
  • তারপর আপনার এনআইডি কার্ড দিয়ে এবং সেলফ এর মাধ্যমে একাউন্ট ভেরিফাইড করে নিবেন।
তো হয়ে গেল আপনার ট্রাস্ট ব্যাংক মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলা। এখন আসি এই সার্ভিস আপনি কি কি সুবিধা পাবেন।

ট্রাস্ট ব্যাংক মোবাইল ব্যাংকিং ব্যবহারে কি কি সুবিধা রয়েছে

  • সঞ্চয় জমা লেনদেন।
  • ইউটিলিটি বিল পরিশোধ।
  • ৩ বাহিনীর নিয়োগ সংক্রান্ত ফি পরিশোধ।
  • বিদেশ থেকে প্রেরিত অর্থ বা রেমিটেন্স গ্রহণ।
  • সকল মোবাইলফোন অপারেটরের রিচার্জ।
  • জাতীয় পরিচয় পত্র ফি পরিশোধ।
  • পাসপোর্ট এর ফি পরিশোধ।
  • অনলাইনে মার্চেন্ট পেমেন্ট।
  • ট্রাস্ট ব্যাংক টু বিকাশ টাকা টান্সফার।

ট্রাস্ট ব্যাংক টু বিকাশ টাকা লেনদেন করার নিয়ম

AVvXsEi6fqf7Mf jSmllxFrv0oXqss o7VuL1zlhszW8iX Pd0dOsGlVnu0Gx4PMJPaQXcAlsniaYNPTmok2X0oMiBS0 xZM IVRL seao2orgh9Ep0FUG4OZbg0Tw4cehevqAiB8T9DXC3L2TVZycKK6qxU58B gmZ2pFwMIZkT6skIG84X BA503A d03Kg=w640 h386

ট্রাস্ট ব্যাংক থেকে বিকাশে টাকা আনতে। প্রথমে বিকাশ এপ এ লগইন করে বিকাশে অ্যাড মানি অপশনে গিয়ে ব্যাংক টু বিকাশ সিলেক্ট করে। সেখানে ট্রাস্ট ব্যাংক এর লোগোতে ক্লিক করে লিঙ্ক পাবেন গ্রাহকরা।

অথবা আপনি চাইলে সরাসরি ট্রাস্ট ব্যাংকের অ্যাপে ঢুকে সেন্ড মানি অপশন থেকে বিকাশ সিলেক্ট করে আপনার বিকাশ একাউন্টের নাম্বার দিয়ে এবং আপনার ট্রাস্ট ব্যাংকের পাসওয়ার্ড দিয়ে সেন্ড মানি সম্পূর্ণ করতে পারেন

মুহূর্তের মধ্যেই ট্রাস্ট ব্যাংক থেকে বিকাশে টান্সফার হয়ে যাবে কোন প্রকার চার্জ ছাড়াই। এবং আপনারা লেনদেন সম্পন্ন হলে এসএমএস এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে ‌‌

ট্রাস্ট ব্যাংক মোবাইল ব্যাংকিং হেল্পলাইন নাম্বার

ট্রাস্ট ব্যাংক মোবাইল ব্যাংকিং এর গ্রাহক আছেন তাদের বিভিন্ন সমস্যার সমাধানে ট্রাস্ট ব্যাংকের হেল্পলাইন নাম্বার এর প্রয়োজন হতে পারে।

ট্রাস্ট ব্যাংক থেকে দিনে 24 ঘন্টা সপ্তাহের 7 দিন । গ্রাহকদের বিভিন্ন সমস্যার সমাধান দেওয়ার লক্ষে যে ট্রাস্ট ব্যাংক হেল্পলাইন নাম্বার টি রয়েছে সেটি হল 16201 এই নাম্বারে ফোন দিয়ে আপনার ট্রাস্ট ব্যাংক একাউন্টের যেকোন সমস্যার সমাধান এবং বিস্তারিত তথ্য জানতে পারবেন।

Visited 1 times, 1 visit(s) today