কিভাবে বাংলালিংকে ১৮ টাকায় ২ জিবি ইন্টারনেট কিনবেন 2024 | কেনার নিয়ম ও কোড

বাংলালিংকে ১৮ টাকায় ২ জিবি ইন্টারনেট কিনবেন এবং এটা কেনার নিয়ম ও কোড নিয়ে আলোচনার জন্য আপনাকে স্বাগতম!

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বাংলালিংক সিম ব্যবহার করেন। তাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে ইন্টারনেট ব্যবহার করার প্রয়োজন হয়। এখন আপনি চাচ্ছেন বাংলালিংকে ১৮ টাকায় ২ জিবি ইন্টারনেট কিভাবে কেনা যায়।

আপনি যদি বাংলালিংক ১৮ টাকায় ২ জিবি ইন্টারনেট কেনার কোড খুঁজে থাকেন। তাহলে আমি বলব আপনি একদম সঠিক জায়গায় এসেছেন কেন না আজকের এই পোস্টটিতে আমরা বাংলালিংকে 18 টাকায় 2 জিবি ইন্টারনেট কেনার নিয়ম ও কোড সহ বিস্তারিত আলোচনা করা হবে।

কিভাবে বাংলালিংকে ১৮ টাকায় ২ জিবি ইন্টারনেট কিনবেন 2024 | কেনার নিয়ম ও কোড
কিভাবে বাংলালিংকে ১৮ টাকায় ২ জিবি ইন্টারনেট কিনবেন 2024 | কেনার নিয়ম ও কোড

 

তাই ধৈর্য্য সহকারে আজকের এই পোষ্ট টি পড়তে থাকুন তাহলেই আপনি জানতে পারবেন কিভাবে বাংলালিংক 18 টাকায় 2 জিবি ইন্টারনেট কিনতে হয়। তো চলুন শুরু করা যাক,

বাংলালিংক ১৮ টাকায় ২ জিবি ইন্টারনেট কেনার নিয়ম?

বাংলালিংকের যেসকল রেগুলার গ্রাহক রয়েছেন তারা অবশ্যই জানেন যে বাংলালিংক সব সময় তাদের গ্রাহকদের জন্য খুবই স্বল্প মূল্যে ইন্টারনেট অফার প্রদান করে থাকে। ঠিক তেমনি একটি  অফার হচ্ছে ১৮ টাকায় ২ জিবি ইন্টারনেট

আরও পড়ুনঃ Symphony বাটন মোবাইলের দাম ২০২৩

বাংলালিংকে  ১৮ টাকায় ২ জিবি ইন্টারনেট অফার কেনার কিছু শর্তাবলী রয়েছে। যেমনঃ

আপনার বাংলালিংক সিমের বয়স ১২ মাসের কম হতে হবে এবং ৩১ দিনের বেশি হতে হবে। অর্থাৎ এটি বাংলালিংক নতুন সিমের একটি অফার।

এবং আপনি যদি নতুন  বাংলালিংক সিম কিনে থাকেন তাহলে আপনি প্রথম এক বছর প্রতি মসে একবার ১৮ টাকায় ২ জিবি ইন্টারনেট অফার উপভোগ করতে পারবেন। এই 2 জিবি ইন্টারনেট এর মেয়াদ থাকবে 7 দিন।

অর্থাৎ আপনি এই 2 জিবি ইন্টারনেট দিন রাত 24 ঘন্টা 7 দিন ব্যবহার করতে পারবেন।

আরো পড়ুন What is Business Insurance Cost ?

বিস্তারিত ১৮ টাকায় ২ জিবি ইন্টারনেটঃ 

  • অফারটি পেতে ডায়াল করুন *121*300# অথবা সরাসরি বাংলালিংক রিটেইলার থেকে রিচার্জ করুন 18 টাকা।
  • মূল্য 18 টাকা ।
  • মেয়াদ 7 দিন।
  • এই অফারটি বাংলালিংক গ্রাহক প্রতিমাসে শুধুমাত্র 1 বার উপভোগ করতে পারবে। মানে (এক মাসে 1 জিবি এবং 11 মাসে মোট 22 জিবি )পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
তো এই ছিল বাংলালিংক 18 টাকায় 2 জিবি ইন্টারনেট কেনার নিয়ম ও সংক্ষিপ্ত পদ্ধতি। আপনি উপরের এই শর্তাবলী এবং পদ্ধতি গুলো অনুসরন করে খুব সহজেই বাংলালিংক 18 টাকায় 2 জিবি ইন্টারনেট কিনতে পারবেন।

বাংলালিংক নতুন সিমের অফার ২০২৪ঃ 

বাংলালিংক নতুন সিমের অফার ২০২৪ রয়েছে। বাংলালিংক নতুন সিম একটিভ করলেই বাংলালিংক গ্রাহক পাচ্ছেন দুর্দান্ত সব আকর্ষণীয় ইন্টারনেট এবং মিনিট অফার। বর্তমানে বাংলালিংক সিম খুবই জনপ্রিয় হয়ে উঠেছে তার একমাত্র কারণ হচ্ছে একমাত্র বাংলাদেশের তারাই দিচ্ছে খুব স্বল্প মূল্যে ইন্টারনেট মিনিট এবং টকটাইম অফার।
বাংলালিংকের FASTEST 4G নেটওয়ার্কে যুক্ত হলেই বাংলালিংক নতুন সিমের অফার ২০২৪ এ যে সকল সুবিধা পাবেন আপনি
  • প্রথমবার 48 টাকা রিচার্জ করলেই বাংলালিংকে পাবেন সব দুর্দান্ত অফার।
  • এবং সাথে উপভোগ করুন বাংলালিংকের 3 জিবি ফ্রি ইন্টারনেট অফার।
  • আরও থাকছে 11 মিনিট এবং পরবর্তী 11 মাসের 22 জিবি পর্যন্ত ইন্টারনেট।
উপরের এই অফার গুলো ছাড়াও বাংলালিংকে বছরজুড়ে থাকছে দুর্দান্ত সব ইন্টারনেট মিনিট এবং টকটাইম অফার। তো তাই আর দেরি না করে চলে আসুন দেশের No.1 FASTEST 4G  নেটওয়ার্ক বাংলালিংকে। এবং উপভোগ করুন আকর্ষণীয় সব ইন্টারনেট মিনিট এবং টকটাইম অফার।
  1. নতুন সিম ব্যবহারকারী হতে হবে:
    • এই অফারটি মাত্র নতুন সিম ব্যবহারকারীদের জন্য মৌল্যবান। আপনি একটি নতুন বাংলালিংক সিম কিনে তার সাথে সাথে এই অফারটি পাচ্ছেন।
  2. প্রথম এক বছরে 22 জিবি ইন্টারনেট:
    • নতুন সিম ক্রয় করার মাধ্যমে প্রথম এক বছরে আপনি মোট 22 জিবি ইন্টারনেট পাবেন। এই 22 জিবি ইন্টারনেট প্রতি মাসে 18 টাকা রিচার্জ অথবা কোড ডায়াল করার মাধ্যমে 2 জিবি একসাথে পানির মতো বিতরণ করা হবে।
  3. মাসিক 18 টাকা রিচার্জ অথবা কোড ডায়াল করতে হবে:
    • প্রতি মাসে 18 টাকা রিচার্জ অথবা বিশেষ কোড ডায়াল করে আপনি 2 জিবি ইন্টারনেট পেতে পারবেন। এটি মাসিক প্রক্রিয়া হবে এবং এক মাসে ১ বার নিতে পারবেন।
  4. 2 জিবি ইন্টারনেট এর মেয়াদ:
    • প্রতি মাসে পাওয়া 2 জিবি ইন্টারনেট এর মেয়াদ থাকবে সাত দিন। আপনি এই দুই জিবি 7 দিন ব্যবহার করতে পারবেন।
 

উপসংহার 

আশা করি আজকের আর্টিকেল পড়ে বাংলালিংকে ১৮ টাকায় ২ জিবি কেনার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।

FAQ,

আমি কিভাবে বাংলালিংক ইন্টারনেট অফার চেক করতে পারি?

বাংলালিংক ইন্টারনেট অফার চেক করতে এই কোড ডায়াল করুন *888#। বাংলালিংক ইন্টারনেট অফার জানতে।

আমি কিভাবে বাংলালিংক মিনিট ব্যালেন্স চেক করতে পারি?

বাংলালিংক মিনিট ব্যালেন্স চেক করতে এই কোড ডায়াল করুন *124*2#। বাংলালিংক মিনিট ব্যালেন্স জানতে। 

আমি কিভাবে বাংলালিংক ব্যালেন্স চেক করতে পারি?

বাংলালিংক ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *124#। বাংলালিংক ব্যালেন্স জানতে। 

 

Visited 50 times, 1 visit(s) today